অন্যধারা ডেক্স :
রাজধানীর কদমতলীর একটি বাসা থেকে মেহেদী হাসান বাবুল (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (১৬ মার্চ, বৃহস্পতিবার) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য রাত ৩টার দিকে মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলসিটিতে। তিনি কদমতলীর শাহী মসজিদ এলাকার ১৪৩১/২ দুই নম্বর বাসায় থাকতেন। নিহত যুবক ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। কদমতলী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ আলী জানায়, আমরা খবর পেয়ে রাত ৩টায় কদমতলীর শাহী মসজিদ এলাকার ১৪৩১/২ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই জানায়, স্থানীয় লোকজনের মুখে জানতে পারি যে, নিহত যুবক কিছুদিন হলো প্রেম করে একটি বিয়ে করেন। কিন্তু দুই পক্ষ তা মেনে না নেওয়ায় ওই যুবক বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
দৈনিক অন্যধারা / ১৭-০৩-২০২৩