অন্যধারা ডেস্ক :
রাস্তা পরিষ্কার রাখতে গাধা এবং ঘোড়াকে ‘ডায়াপার’ পরানো হচ্ছে। পরে প্রাকৃতিক সারের উৎস হিসেবে সেগুলো ফেলা হচ্ছে কাছাকাছি কোন খামারের জমিতে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মালামাল ও কৃষিপণ্য পরিবহনে ঘোড়া বা গাধায় টানা গাড়ির চল রয়েছে। এতে গাজাবাসীর সুবিধা হলেও প্রাণীগুলোর মল রাস্তায় পড়ে পরিবেশ নোংরা করে, দুর্গন্ধ ছড়ায়। বাড়ে মাছির উপদ্রব।
গাজার একজন পরিচ্ছন্নতাকর্মী সাহের খাত্তাব। তিনি ময়লা–আবর্জনা সংগ্রহ করতে ঘোড়ায় টানা একটি গাড়ি ব্যবহার করেন। এই ঘোড়াগুলোর শরীরের পেছনের অংশে বাঁধা থাকে ডায়াপারের মতো ব্যাগ। ফলে ঘোড়াগুলো মলত্যাগ করলে তা জমা হয় ওই ব্যাগে। এতে যেমন রাস্তাঘাট নোংরা হয় না, তেমনি ব্যাগ থেকে মল নিয়ে তা সার হিসেবে কৃষিজমিতে ব্যবহার করা যায়।
কয়েকজন পরিবেশবাদী কর্মীর হাত ধরে গাজার রাস্তা পরিষ্কার রাখার এই উদ্যোগ শুরু হয়েছে। তাদের একজন আনোয়ার আল-ঘাওয়াশ। তার দল গাজার দেইর আল-বালাহ শহরে কাজ করছে। তিনি বললেন, ‘আমরা একটি পরিচ্ছন্ন পরিবেশ চাই, আমাদের রাস্তাগুলো পরিষ্কার রাখতে চাই এবং সভ্যভাবে থাকতে চাই।’
তবে শুধু গাজাই নয়, ঘোড়ার ডায়াপার ব্যবহারের প্রচলন কিন্তু অন্য অনেক দেশেও রয়েছে। আর এটির কাটতিও যে বেশ ভালো, তা অনলাইনে পণ্য কেনাবেচার বিভিন্ন ওয়েবসাইটে চটকদার বিজ্ঞাপন দেখলেই বোঝা যায়।