অন্যধারা ডেস্ক :
রোজা কোনোভাবেই হাঁপানি রোগ বাড়িয়ে দেয় না।বরং রোগ নিয়ন্ত্রণে থাকলে শ্বাসকষ্টের রোগীরাও রোজা রাখতে পারেন।
শ্বাসকষ্টের প্রথম ও প্রধান চিকিৎসা হচ্ছে ইনহেলার। তবে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙ্গে যায়, তাই সাহরির শেষ সময় এবং ইফতারের প্রথম সময় ইনহেলার ব্যবহার করলে যদি চলে তবে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি। তবে অসুস্থতা বেশি হওয়ার কারণে দিনেও ব্যবহার করা জরুরি হলে তখন ব্যবহার করতে পারবেন।
সেক্ষেত্রে আপনার করণীয়—
ক. আপনি রমজানের রোজা রাখবেন।
খ. উল্লেখিত সমস্যার দরুন ইনহেলার ব্যবহার করলেও অন্যান্য পানাহার থেকে বিরত থাকবেন।
গ. পরবর্তীতে রোগ ভালো হলে রোজার কাজা করে নিবেন।
ঘ. শ্বাস কষ্টের সমস্যা যদি সারা বছর থাকে তাহলে রোজার ফিদইয়া আদায় করবেন।
এছাড়া কিছু কিছু খাবার আছে যেগুলোতে অ্যালার্জি হয় ও শ্বাসকষ্ট বাড়ে। যেমন গরুর মাংসের অনেক বিভিন্ন পদ, চিংড়ি, বেগুন, সামুদ্রিক খাবার। অনেক হাঁপানি রোগীর এসব খাবারে অ্যালার্জি আছে।
শ্বাসকষ্টের রোগীর জন্য ইফতারি ওইভাবে সাজিয়ে নেবেন। একজন শ্বাসকষ্টের রোগী যদি খুব পেট ভরে খায়, তবে দম নিতে কষ্ট হয়।
খ.র