
সাবরিনা বলেন, বাংলাদেশে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে ওষুধ কিনে সেবনের প্রবণতা হচ্ছে একটি অন্যতম সমস্যা। দেশের সকল বিভাগের মধ্য থেকে ৪২৭টি ফার্মেসিতে জরিপ করে দেখা যাচ্ছে যে, ৬৭ দশমিক ৩ শতাংশ ফার্মেসির কর্মীরাই ভালোভাবে অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানেন না এবং সহজে অ্যান্টিবায়োটিক ওষুধ চিনতেও পারেন না।
সাবরিনা আরো বলেন, মানুষ ও পশু উভয় ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক ওষুধের মোড়কে লাল চিহ্ন ব্যবহার করতে হবে। ইতিমধ্যে অ্যান্টিবায়োটিক ওষুধের মোড়কে এ চিহ্ন ব্যবহার করছে বেশ কিছু ঔষধ কোম্পানি।
জানুয়ারিতে এক সভায় অ্যান্টিবায়োটিক ওষুধের মোড়কে লাল চিহ্ন ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিটিউক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) ও ঔষধ প্রশাসন অধিদপ্তর। পরে চলতি বছরের ২ জানুয়ারি ওষুধ নিয়ন্ত্রণ কমিটি এ সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন করে।
দৈনিক অন্যধারা/১৮ মে ২০২২/জ কা তা