লাল চিহ্ন-সতর্কতা থাকবে অ্যান্টিবায়োটিকের মোড়কে

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

(ছবি: প্রতিকী)
সহজে চেনার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধের মোড়কে লাল চিহ্ন ব্যবহারের পাশাপাশি সচেতনতার জন্য ‘চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না’ লেখার সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক সাবরিনা ইয়াসমিন।
বুধবার (১৮ মে) রাজধানীর একটি হোটেল কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশে চলমনা অ্যান্টিমাইক্রোবায়াল রেসিস্ট্যান্সের (এএমআর) পরিস্থিতি ও এএমইউ ট্রেন্ডস শীর্ষক অনুষ্ঠানে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাবরিনা বলেন, বাংলাদেশে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে ওষুধ কিনে সেবনের প্রবণতা হচ্ছে একটি অন্যতম সমস্যা। দেশের সকল বিভাগের মধ্য থেকে ৪২৭টি ফার্মেসিতে জরিপ করে দেখা যাচ্ছে যে, ৬৭ দশমিক ৩ শতাংশ ফার্মেসির কর্মীরাই ভালোভাবে অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানেন না এবং সহজে অ্যান্টিবায়োটিক ওষুধ চিনতেও পারেন না।

সাবরিনা আরো বলেন, মানুষ ও পশু উভয় ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক ওষুধের মোড়কে লাল চিহ্ন ব্যবহার করতে হবে। ইতিমধ্যে অ্যান্টিবায়োটিক ওষুধের মোড়কে এ চিহ্ন ব্যবহার করছে বেশ কিছু ঔষধ কোম্পানি।

জানুয়ারিতে এক সভায় অ্যান্টিবায়োটিক ওষুধের মোড়কে লাল চিহ্ন ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিটিউক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) ও ঔষধ প্রশাসন অধিদপ্তর। পরে চলতি বছরের ২ জানুয়ারি ওষুধ নিয়ন্ত্রণ কমিটি এ সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন করে।

দৈনিক অন্যধারা/১৮ মে ২০২২/জ কা তা

- Advertisement -

আরো পড়ুুর