‘লাল সিং চাড্ডা’র ট্রেলার আসছে আইপিএলের ফাইনালে

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

আমির খান হচ্ছেন বলিউড জগতে মিস্টার পারফেকশনিস্ট। তার ছবি মানেই বক্স অফিস সুপার হিট। প্রিয় অভিনেতার সিনেমার জন্য ভক্তরাও অপেক্ষায় বিভোর থাকেন।

পুরোপুরি নিখুঁত ভাবে কাজ করতে পছন্দ করেন এ বলিউড সুপারস্টার। অনেক চিন্তাভাবনা করেই তার সকল সিনেমার প্রচার করে থাকেন। মিস্টার পারফেকশনিস্টের এবারের সিনেমা হচ্ছে ‘লাল সিং চাড্ডা’। তিনি এ সিনেমার কাজ নিয়েই মহাব্যস্ত রয়েছেন।

‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি ব্যবসা সফল করার লক্ষ্যে ট্রেলার নিয়ে দারুণ পরিকল্পনা করেছেন। আইপিএল ফাইনালের দিনে এ সিনেমাটির ট্রেলার লঞ্চ করার যাচ্ছেন আমির খান।

আমিরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আমির খান অভিনিত সিনেমা দুর্দান্ত তো হবেই। তাই বিপণন এবং বিজ্ঞাপন জগতের ইতিহাসে এক আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছেন। আগামী ২৯ মে আইপিএল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এ দিনেই আমিরের ‘লাল সিং চাড্ডা’র ট্রেলারটি লঞ্চ করা হবে। এবারেই প্রথমবারের মতো ক্রিকেট ও সিনেমাপ্রেমী দর্শকরা লাইভ ক্রিকেট অনুষ্ঠানে আমিরের ‘লাল সিং চাড্ডা’র ট্রেলারটি দেখতে পাবেন। স্টার স্পোর্টস টেলিভিশনে একই সঙ্গে ট্রেলারটিও লাইভ প্রচার করা হবে।

‘লাল সিং চাড্ডা’ সিনেমায় আমির খানের সাথে আরও রয়েছেন কারিনা কাপুর খান এবং নাগা চৈতন্য। আগস্টের ১১ তারিখে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

দৈনিক অন্যধারা/২১ মে ২০২২/জ কা তা

- Advertisement -

আরো পড়ুুর