দুলাল,শাজাহানপুর(বগুড়)
বগুড়ার শাজাহানপুরে ”জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২২” উপলক্ষে র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে র্যালি প্রদক্ষিন শেষে কনফারেন্স রুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহম্মেদ। আরও ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আশিক খাঁন, থানা পুলিশের (তদন্ত) কর্মকর্তা আব্দুর রউফসহ সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এসময় তিনি বলেন প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মচারীদের কাজের স্বীকৃতি এবং পেশা হিসেবে পাবলিক সার্ভিসকে উৎসাহিত করার উদ্দেশে ২০০৩ সাল থেকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়ে আসছে। রূপকল্প ২০২১ বাস্তবায়নের পথ ধরে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার দ্বারপ্রান্তে। সরকার রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে দেশকে আধুনিকও উন্নত রাষ্ট্র এবং স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে দেশকে সমৃদ্ধির শিখরে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সৎ, দক্ষ, মেধাবী ও প্রতিশ্রুতিশীল ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।
দৈনিক অন্যধারা/ এইচ