শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কিংবা আইডি কার্ড দেখালেই টিকা পাবে: শিক্ষামন্ত্রী

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন,১২ বছরের বেশী বয়সী শিক্ষার্থীরা যেকোন টিকাকেন্দ্রে থেকে টিকা নিতে পারবে। শিক্ষার্থীরা যদি আইডি কার্ড নিয়ে যায় তাও টিকা পাবে আর যদি আইডি কার্ড না থাকে তাহলে রেজিস্ট্রেশন কার্ড দেখালেও টিকা পাবে।

সোমবার (১০ জানুয়ারি,২০২২) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এমন কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থীদের টিকা নেওয়ার প্রতি গুরুত্বারোপ করা হবে। শিক্ষার্থীরা যারা টিকা নিয়েছে তারা সশরীরে ক্লাসে উপস্থিত হতে পারবে। বাকিরা অনলাইনে ক্লাস করবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে শিক্ষার্থীরা আইডি কার্ড কিংবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে টিকা কেন্দ্রে গেলে টিকা দিতে পারবে। ১২ বছরের বেশী হলেই তাকে টিকা দেওয়া হবে। শিক্ষার্থীরা যাতে সহজেই টিকা নিতে পারে সেজন্যই এ কার্যক্রম সহজ করা হয়েছে।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর