শিক্ষার প্রতি উৎসাহ বাড়াতে শিক্ষার্থীদের ক্লাসে প্রশ্ন করার সুযোগ দিতে:দীপু মনি

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বেশি বেশি প্রশ্ন করার সুযোগ দিতে হবে যাতে শিক্ষার্থীরা অনুৎসাহিত না হয়।

শনিবার (১১ ডিসেম্বর,২০২১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পরিমার্জিত শিক্ষাক্রমের ওপর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনের সময় এমন কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, আমাদের শিক্ষার অনেক উন্নতি হয়েছে। ২০৩০ সালের মধ্যে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।  জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনের মূল হাতিয়ার বাস্তবমুখী শিক্ষা। চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

 দীপু মনি বলেন,শিক্ষক এবং শিক্ষার্থী দুই দিক থেকেই ঘাটতি রয়েছে। কাজেই শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। যাতে তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে এবং উৎসাহ পায়। শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর না হয়ে সৃজনশীল করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যা শিখবে তা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। তাহলেই শিক্ষা পরিপূর্ণতা পাবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান প্রমুখ।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর