বিনোদন ডেস্ক :
শুটিং সেটে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। কন্নড় সিনেমা ‘কেডি’র সেটে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন এ বলি তারকা। ভারতীয় সংবাদমাধ্যম খবর অনুযায়ী বেঙ্গালুরুর পার্শ্ববর্তী মাগাড়ি রোড এলাকায় সিনেমার শুটিং চলছিল। হঠাৎ করেই বোমা বিস্ফোরণের দৃশ্যে আহত হন সঞ্জয়। এতে হাতে, কনুইয়ে ও মুখে আঘাত পেয়েছেন। বর্তমানে সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে।
কেডি হচ্ছে প্যান ইন্ডিয়া সিনেমা। এই সিনেমার মাধ্যমে সর্বভারতীয় স্তরে অভিষেক করতে যাচ্ছেন সঞ্জয়। এরই একটি অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময় আহত হলেন তিনি। ফাইট মাস্টার রবি বর্মার তত্ত্বাবধানে সিনেমার শুটিং চলছিল। দুর্ঘটনায় আহত হওয়ার পর তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয় অভিনেতার। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ রয়েছেন তিনি। তবে পুরোপুরি সুস্থ হওয়ার আগ পর্যন্ত শুটিং স্থগিত থাকবে। এই সিনেমায় খলচরিত্রে অভিনয় করছেন সঞ্জয়। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘মার্টিন’ খ্যাত তারকা অভিনেতা ধ্রুব সারজা। ১৯৭০ সালে বেঙ্গালুরুতে ঘটা এক ঘটনার অবলম্বনে চিত্রনাট্য সাজানো হয়েছে সিনেমার। এটি কন্নড় ছাড়াও তামিল, তেলেগু, মালয়ালাম ও হিন্দিু ভাষায় মুক্তি দেয়া হবে।
দৈনিক অন্যধারা / ১২-০৪-২০২৩