শেরপুরের দক্ষিণ নকলায়  বাকডাস প্রাণী আটক

- Advertisement -
 নুর হোসাইন, শেরপুর
গতকাল রাত ১১.৩০ মিনিটের দিকে ২ নং নকলা ইউনিয়ন এর ছতরকোনা গ্রামের মৃত সুরুজ্জামান এর ছেলে ফিরুজ (৫০) তার ঘরের মুরগী ধরার পর টের পেয়ে বাকডাস কে আউট করে একপর্যায়ে শিকল বন্ধী ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবার নজরে আসে। কিছু ভিডিও তে প্রাণীটিকে আঘাত করতেও দেখা গেছে। ফেসবুকের মাধ্যমে অনেকে প্রশাসন ও বনবিভাগের দৃষ্টি আকর্ষণ করে নিজ নিজ ফেসবুক ওয়ালে পোস্টও করেন। বেলা গড়ার সাথে সাথে ভীড় করে সাধারণ মানুষ ও প্রাণীটির বিভিন্ন নাম দিয়ে বিলুপ্তির কথা জানান।  আজ বিকাল ৩.৪৫ মিনিটে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর এর কর্মকর্তা মোঃ মুন্জুরুল আলমের  কাছে হস্তান্তর করা হয়।  বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম বলেন,কোন প্রাণীকেই ধরা বা আটক করা ঠিক নয়।আগে চারপাশে যে পরিমাণ আরা/ জঙ্গল ছিল, মানুষ সব উজাড় করে কেটে নিচ্ছে। ফলে তাদের আবাসস্থল নষ্ট হয়েছে। তিনি আলোকিত প্রতিদিন কে বলেন, আপনাদের মাধ্যমে একটা মেসেজ পৌঁছাতে চাই সেটা হলো, আমরা যেন আমাদের পালিত পশু গুলোর সেফটি নিশ্চিত করে রাখি তাহলে আর কোন বন্যপ্রাণী কে ধরে মারতে হবে না। আপনারা সাধারণ মানুষদের লেখনীর মাধ্যমে সচেতন করবেন আশা করি।
দৈনিক অন্যধারা/আব্দুল হামিদ
- Advertisement -

আরো পড়ুুর