শেরপুরের নকলায় ওষুধের দোকান থেকে শফিকুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামে পাকা সড়কের পাশে দিহান স্টোরে এ ঘটনা ঘটে।
থানা পুলিশের কার্যক্রম না থাকায় রোববার (১১ আগস্ট) সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল ও এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ থানায় নিয়ে আসেন নিহতের পরিবার।
জানা যায়, শফিকুল স্থানীয় আব্দুল মান্নানের ছেলে ও ২ সন্তানের জনক। তিনি দীর্ঘদিন ধরে বাড়ির পাশেই তার মালিকানাধীন দিহান স্টোরে মনোহারী সামগ্রী, ওষুধ ও বিকাশের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার শরীরে ও গোপনাঙ্গে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।
টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও শফিকুলের পরিবারের সহযোগিতায় শফিকুলের মরদেহ ভ্যানগাড়িতে করে নকলা থানায় পাঠানো হয়েছে।