শেরপুরে গলাকাটা মরদেহ উদ্ধার

- Advertisement -
- Advertisement -

শেরপুরের নকলায় ওষুধের দোকান থেকে শফিকুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামে পাকা সড়কের পাশে দিহান স্টোরে এ ঘটনা ঘটে।

থানা পুলিশের কার্যক্রম না থাকায় রোববার (১১ আগস্ট) সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল ও এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ থানায় নিয়ে আসেন নিহতের পরিবার।

জানা যায়, শফিকুল স্থানীয় আব্দুল মান্নানের ছেলে ও ২ সন্তানের জনক। তিনি দীর্ঘদিন ধরে বাড়ির পাশেই তার মালিকানাধীন দিহান স্টোরে মনোহারী সামগ্রী, ওষুধ ও বিকাশের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার শরীরে ও গোপনাঙ্গে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

শফিকুলের চাচা সাইয়্যিদ ইয়াহিয়া (৪৬) জানান, শফিকুলের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা ছিল না। দেশের চলমান পরিস্থিতি ও নকলা থানা পুলিশের কোনো কার্যক্রম না থাকায় নিরাপত্তার কথা ভেবে শফিকুল রাত ৯টার দিকে দোকান বন্ধ করে দোকানে ঘুমিয়ে পড়ে। পরে কে বা কারা রাতের আঁধারে দোকানে প্রবেশ করে তাকে নির্মমভাবে খুন করে টাকা-পয়সা নিয়ে চলে যায়। সকালে ক্রেতাদের ডাক-চিৎকারে দোকানে এসে আমরা ঘটনা জানতে পারি।

টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও শফিকুলের পরিবারের সহযোগিতায় শফিকুলের মরদেহ ভ্যানগাড়িতে করে নকলা থানায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, ওই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১১/০৮/২০২৪
- Advertisement -

আরো পড়ুুর