- Advertisement -
আসাদুজ্জামান সৌরভ, শেরপুর
শেরপুর জেলার শেরপুর সদর উপজেলায় লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) শেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলার পাকুরিয়া পূর্বপাড়া ডেইরি প্রডিউসার গ্রুপে ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া পাকুরিয়া পূর্বপাড়া ডেইরি প্রডিউসার গ্রুপের সাধারণ সম্পাদক জনাব মো. জয়নাল আবেদীন এর খামার পরিদর্শন, অসুস্থ্য গাভীর চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়। এর পরে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ শেরপুর-১ সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি-এর ডেইরি খামার পরিদর্শন, অসুস্থ্য গাভীর চিকিৎসা প্রদান, বিনামূল্যে ঔষুধ প্রদান ও খামারীদের উন্নত জাতের ঘাস চাষ বিষয়ক পরামর্শ প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান। এসময় শেরপুর সদর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা. ফারজানা ইয়াসমিন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. আকরাম হোসেনসহ এলএফএ, এলএসপি ও ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর ও স্থানীয় খামারী গন উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় কৃষক-কৃষাণী খামারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পাকুরিয়া পূর্বপাড়া ডেইরি প্রডিউসার গ্রুপের সাধারণ সম্পাদক জনাব মো. জয়নাল আবেদীন জানান, লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের সেবা পেয়ে সুস্থ্য থাকছে গাভীসহ পশু-পাখি। মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের ফ্রি সেবা পাওয়ায় জেলা-উপজেলার অগণিত ডেইরি খামারীগন উপকৃত হচ্ছেন, লাভবান হচ্ছেন তারা। শিক্ষিত বেকার যুবক ও যুবনারীরা দিন দিন গাভী পালনের দিকে ঝুঁকছেন বলে জানান শেরপুর সদর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত। এই সেবার মান আরও বাড়াতে পারলে জেলায় গরুর মাংস ও দুধের চাহিদা পূরন হবে বলে মনে করছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান। খুব দ্রুত সময়ের মধ্যে জেলার মাংস ও দুধের চাহিদা পূরন করার পরে পার্শ্ববর্তী জেলা-উপজেলায় অন্তত দুধ সরবরাহ করা সম্ভব হবে বলেও তিনি মনে করেন।
দৈনিক অন্যধারা/ এইচ
- Advertisement -