আলমগীর হোসেন, সখিপুর
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আদনান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করে। নিহত আদনান উপজেলার কালিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের ২০২২ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী ছিল। ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. কাদের মর্তুজা বিষয়টি নিশ্চিত করে বলেন, খুবই দুঃখজনক। আদনান ১৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার্থী ছিল। কম বয়সী ছেলেদেরকে মোটরসাইকেল দেওয়া বিপজ্জনক। গত ১৫ আগস্ট উপজেলার সখীপুর-সাগরদিঘি সড়কের কালিয়া বাজারের উত্তর পাশে ট্রাকচাপা দিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু আদনান (১৬) ও জুবায়ের (১৬) গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় জুবায়েরকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে মাথায় আঘাত পাওয়া আদনানকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
দৈনিক অন্যধারা/ এইচ