সাংবাদিককে সিআইডি পরিচয়ে তুলে নেয়ার ঘটনায় বিস্ময় পরীমনির

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে সিআইডি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ওই সাংবাদিকের ছবি সম্বলিত একটি ফটোকার্ড পোস্ট করে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। সঙ্গে প্রশ্নও ছুড়েছেন কেন তাকে তুলে নিয়ে যাওয়া হল।

ফটোকার্ড পোস্ট করে কোনো কিছু না লিখলেও ক্যাপশনে বিস্ময় ও প্রশ্নবোধক চিহ্নেই জানিয়েছেন তার প্রতিবাদ।

মঙ্গলবার (২৮ মার্চ) ভোররাতে সিআইডি পরিচয়ে সাদা পোশাকে একটি দল সাভারের আমবাগান এলাকার নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় শামসকে। বাসা থেকে তুলে নেয়ার ২০ ঘণ্টার বেশি পর গতকাল বুধবার রাতে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়।

সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আনা হয় শামসুজ্জামানকে।

 

খ.র // দৈনিক অন্যধারা

- Advertisement -

আরো পড়ুুর