সানি লিওনির প্রিয় ফুটবলার কে

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক:

লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? সানি লিওনির পছন্দের ফুটবলার কে? ইনস্টাগ্রামে এমনই প্রশ্ন করা হয়েছিল বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সানি লিওনিকে। তবে ‘এলএম টেন’ কিংবা ‘সিআর সেভেন’-এর নাম না নিয়ে এমন একজনের নাম নিলেন যা শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই।

সানির সহজ সরল উত্তর, ‘আমাদের সুনীল ছেত্রী কেমন!’ অভিনেত্রী সহজে বুঝিয়ে দিলেন তার পছন্দের ফুটবলার ভারতের অধিনায়কই। মেসি বা রোনাল্ডো নন, সানির পছন্দের ফুটবলার সুনীল ছেত্রী। যিনি সানির মতো বহু মানুষের পছন্দের ফুটবলার।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, ৩৮ বছরেও দারুণ ফর্মে রয়েছেন ভারত ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। পাকিস্তানের বিরুদ্ধে চলতি সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক করেছেন তিনি। ফলে সুনীলের আন্তর্জাতিক গোলসংখ্যা হল ৯০।

গোলের দিক দিয়ে চতুর্থ স্থানে এখন তিনি। ভারত অধিনায়কের আগে রয়েছেন রোনাল্ডো, আলি দায়ি এবং মেসি। ১৩৮টি আন্তর্জাতিক ম্যাচে সুনীল ৯০টি গোল করে ইতোমধ্যেই টপকে গেছেন মালয়েশিয়ার মোখতার দাহারিকে। ১৪২টি ম্যাচে দাহারির গোলসংখ্যা ৮৯টি।

ভারতীয় ফুটবলের পতাকাবাহক সুনীল। একার কাঁধে টেনে নিয়ে যাচ্ছেন দেশের ফুটবলকে। ফুটবলের প্রতি দায়বদ্ধতা, স্কিল, নেতৃত্ব দেয়ার ক্ষমতার জন্যই সানির খুব পছন্দের ফুটবলার সুনীল ছেত্রী।

সানির উত্তর শুনে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কুর্নিশ জানিয়েছে তাকে। এক ভক্ত লিখেছেন, ‘সানি লিওনির এই উত্তর আমাদের হৃদয় জিতে নিয়েছে। সব সময়ে ভারতীয় ফুটবলারদের সাপোর্ট করেন।’

ডি.ও // রহখ

- Advertisement -

আরো পড়ুুর