হাসান মাহমুদ রিয়াদ
ক্রিকেটে দুরবস্থা চলছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর টানা ব্যর্থ নাজমুল হোসেন শান্তরা। অন্যদিকে, ফুটবলে চলছে সাফল্যের জোয়ার। নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন বাংলাদশের বাঘীনিরা। তাদের এমন সাফল্যে গতবারের মতো এবারও বড় পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ফারুক আহমেদ বলেছেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। পরপর দুই বার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। পরিমাণটা দেখি, সব কথা একা বলে দিলে তো বোর্ড পরিচালকরা রাগ করতে পারে। ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যেরকম পারি আরকি সেটাই দিবো।
২০২২ সালে প্রথমবারের মতো সাফ টুর্নামেন্টে শিরোপার মুকুট পরে বাংলাদেশের মেয়েরা। সেবারও নেপালকে হারান সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা। তখন চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দেয় বিসিবি। তারই ধারাবাহিকতায় আরেকটি মহাদেশীয় সেরার মুকুট এনে দেওয়া মনিকা চাকমা-মারিয়া মান্দাদের পুরস্কৃত করবে বাংলাদেশে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
গতকাল বুধবার রাতে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামকে ২-১ গোলে হারিয়ে শিরোপার উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ। স্তব্ধ হয়ে যায় ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি। বাংলাদেশের গোল দুইটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। টুর্নামেন্টজুড়ে দারুণ পারফরম্যান্সের সেরা খেলোয়াড় হন ঋতুপর্ণা চাকমা। এছাড়া গোলবারের নিচে নিপুণ দক্ষতার জন্য রুপনা চাকমা হয়েছেন সেরা গোলরক্ষকও।
দৈনিক অন্যধারা/ ৩১/২০২৪