সাম্প্রতিক গানের কাজ নিয়ে লাইভে আছেন আসিফ

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

আসিফ আকবর। তিনি বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় গায়ক। আজ (১৭ এপ্রিল) রোববার তার নিজের ফেসবুক ভ্যারিফায়েড পেজ থেকে লাইভে আসবেন। নতুন কাজ নিয়ে কথা বলার পাশাপাশি ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেবেন তিনি।

রোববার ভোররাত ৪টা ৫৫ মিনিটে তার ফেসবুক ভ্যারিফায়েড পেজ থেকে স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানিয়েছেন গায়ক আসিফ। তিনি লেখেন, ’শুভসকাল…। আজ রবিবার বাংলাদেশ সময় রাত দশটায় আমি আমার ভ্যারিফায়েড পেইজ থেকে লাইভে থাকবো। প্রসঙ্গ- বায়োগ্রাফী- আকবর ফিফটি নট আউট। আমার সাম্প্রতিক গানের কাজ। আপনাদের সাথে কুশল বিনিময় এবং প্রশ্নোত্তর পর্ব। সময় থাকলে অংশগ্রহন করতে পারেন। সবার জন্য শুভকামনা। ভালবাসা অবিরাম…’।

এছাড়াও ইদ উপলক্ষে গায়ক আসিফের বেশ কয়েকটি গান মুক্তি পাবে বলে জানা যায়।
দৈনিক অন্যধারা/জকাতা
- Advertisement -

আরো পড়ুুর