সারাদেশে করোনায় নতুন করে আক্রান্ত ৫০ জন

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

শুক্রবার (২০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে করোনা উপসর্গ বিহীন রোগীসহ ২২১ জনের সুস্থতার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত মোট ১৯ লাখ ৫৭৫ জন সুস্থ হয়েছেন।

সরকারি ও বেসরকারি ৮৭৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ হয়েছে। এর মধ্যে মোট ৬ হাজার ৩১৩টি মুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৭৫ হাজার ১৩টি নমুনা পরীক্ষা হয়েছে।

নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এছাড়া আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে ভর্তি হয়েছেন ৪ জন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৮ জন। এ পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ৭৯০ জন আইসোলেশনে ভর্তি হয়েছেন এবং ৪ লাখ ১৪ হাজার ২৫৯ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ২৯ হাজার ৫৩১ জন আইসোলেশনে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ এবং করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় এর ১০ দিন (১৮ মার্চ) পর।

দৈনিক অন্যধারা/২০ মে ২০২২/জ কা তা

- Advertisement -

আরো পড়ুুর