অন্যধারা ডেস্ক :
ইউরোপে হামলার পরিকল্পনাকারী ইসলামিক স্টেট (আইএস) কমান্ডকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়াতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। খবর বিবিসি
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, খালিদ আইদ আহমেদ আল-জাবউরি মঙ্গলবার একটি অজ্ঞাত স্থানে মারা যান।
তবে এ হামলায় কোনো বেসামরিক মানুষ মারা যায়নি। এ হামলার ব্যাপারে সিরিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পওয়া যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, আল-জাবউরি আইএসের নেতৃত্বের কাঠামো তৈরি করেছিল। তার মৃত্যুতে ইউরোপে হামলার পরিকল্পনা থেমে যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্র আরও জানায়, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য জঙ্গিগোষ্ঠী আইএস হুমকি হয়ে উঠেছে।
তবে তিনি এর আগে কোনো হামলার পরিকল্পনাকারী ছিলেন কিনা সেম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
খ.র