সিলেটে ৯৯৯ ফোনে ধর্ষিতা উদ্ধার,ধর্ষক গ্রেফতার

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

ধর্ষণ সমাজ থেকে কিছুতেই কমছে না। ধর্ষক বিভিন্ন কৌশলে কিংবা প্রেমের ফাঁদে ফেলে সহজ সরল মেয়েদের ধর্ষণ করে থাকে। এমনই এক ঘটনা ঘটেছে সিলেটে।  ধর্ষক জাহাঙ্গীর আহমেদ (৩৬) তার প্রেমিকাকে নিয়ে সিলেট নগরীর এক আবাসিক হোটেলে উঠেন এবং সেখানে তাকে জোড় করে ধর্ষণ করেন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১৭ নভেম্বর,২০২১) জাতীয় জরুরিসেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে এক তরুণীকে উদ্ধার করা হয়। এমন তথ্যই জানিয়েছেন পরিদর্শক আনোয়ার সাত্তার । তিনি বলেন, মঙ্গলবার(১৬ নভেম্বর) বিকেলে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার বান্ধবীকে সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণ করা হচ্ছে। তথ্যটি দ্রুত কোতোয়ালি থানায় জানিয়ে দ্রুত ভিকটিমকে উদ্ধারের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত  ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণীকে (২২) উদ্ধার করে। একই সাথে ধর্ষক  জাহাঙ্গীর আহমেদকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, ধর্ষক ও ধর্ষিতা উভয়ই একই গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির বিয়ে টিক হওয়ায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

 

- Advertisement -

আরো পড়ুুর