সুযোগ পেলে যেভাবে বোলিং করবেন : তাসকিন

- Advertisement -
- Advertisement -

স্পোর্টস ডেস্ক:

শেষ টেস্ট খেলেছেন ৯ মাস আগে, মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে। এরপর বাংলাদেশ আরও ৫টি টেস্টে অংশ নিয়েছে। যার একটাতেও ছিলেন না তাসকিন।

আগামী পরশু ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথমটিতেও তার খেলা নিশ্চিত নয়।

পিঠের ব্যাথায় ভুগে ভারতের সাথে শেরে বাংলায় প্রথম দুই ওয়ানডে খেলতে পারেননি। চট্টগ্রামে শেষ ম্যাচ খেলেছেন। এর ৭২ ঘণ্টা পর সাগরিকার ব্যাটিং সহায় পিচে প্রথম টেস্ট। যেখানে ধরেই নেয়া যায় ভারতের বিপক্ষে অনেকটা সময় বোলিং-ফিল্ডিংয়ে কাটাতে হবে। তাসকিন কি এতটা দীর্ঘ সময় বোলিং করার মত ফিট?

এ প্রশ্ন কিন্তু আছে। তাসকিনের নিজের কাছেও নেই এ প্রশ্নের জবাব। তাইতো সোমবার অনুশীলনের পর সাংবাদিকদের সাথে আলাপে নিজের খেলা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তসকিন। বরং তার কথায় প্রচ্ছন্ন ইঙ্গিত, দ্বিতীয় টেস্ট খেলার।

তাই মুখে এমন কথা, ‘টিম ম্যানেজমেট আমার ওয়ার্কলোড বিল্ডআপ নিয়ে কনসার্ন। কেবলই চোট থেকে এলাম। ফিটনেস, বোলিং লোড সব কিছু বাড়ানো নিয়ে কাজ করছি। যদি এই ম্যাচের আগে লোড ফুলফিল হয়, যদি তারা (টিম ম্যানেজমেন্ট) মনে করে তাহলে আমি খেলব। যদি ওয়ার্কলোড ফুলফিল না হয়ে থাকে তাহলে এই টেস্টটা ম্যানেজমেন্ট আমাকে নাও খেলাতে পারে। হয়তো দ্বিতীয় টেস্ট খেলাতে পারে। তো এটা নিয়ে তারা কনসার্ন এবং আমার সঙ্গেও কথা বলা হয়েছে। আমার ওয়ার্কলোড প্ল্যান এর মধ্যে আমাকে দিয়েছে। ওটাই অনুসরণ করছি।’

ধারণা করা হচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচ ব্যাটিং ফ্রেন্ডলি। সে উইকেটে পেসারদের উপায় কি? আপনি খেললে কি করবেন?

তাসকিনের জবাব, ‘এ পিচে বেসিক জিনিসটাই ঠিক রাখতে হবে। যেহেতু উইকেটে বোলারদের জন্য তেমন কিছু থাকবে না। সেক্ষেত্রে দেখা গেছে ডিসিপ্লিন বোলিং। পুরাতন বলে রিভার্স সুইংয়ের চেষ্টা করবো। আমরা ডিসিপ্লিন আর ধৈর্য নিয়ে বল করলে ভালো করার সম্ভাবনা আসতে পারে।’

তাসকিন আরও যোগ করেন, ‘বাংলাদেশের মধ্যে চট্টগ্রামই একমাত্র গ্রাউন্ড যেটাকে ব্যাটিং স্বর্গ বলা যেতে পারে। টেস্ট ক্রিকেটে পেস বোলারদের জন্য কখনই সহজ হয়নি (উইকেট)। যদিও আল্লাহ রহমতে উন্নতি হচ্ছে; কিন্তু কখনই আমরা সহজ উইকেট পাইনি। বেশিরভাগ কন্ডিশনে আমাদের সঙ্গে ব্যাটিং ট্র্যাকই বানানো হয়। এটা আমাদের জন্য সব সময় চ্যালেঞ্জিং। ভালো দিক যে উন্নতি করছি। যতগুলো টেস্ট জিতেছি আমরা দেখে গেছে পঞ্চম দিনে খেলা নিয়ে গেছি। এখানে লক্ষ্য থাকবে যত ভালো উইকেট থাকুক, পঞ্চম দিনে যেতে পারলে ভালো কিছু প্রত্যাশা করা যায়। ’

উইকেট ভাল হলে জোরাজুরি করার চেযে ডিসিপ্লিন্ড বোলিং করাকেই যুক্তিযুক্ত মানছেন তাসকিন, ‘ভাল উইকেটে দেখা যাবে আমরা যদি বেশি উইকেট পেতে জোরাজুরি করতে যাই রান হবে এবং ওরা (ভারত) ভালো খেলোয়াড়। আমরা যদি জায়গা নিয়ে বল করি। নতুন বলে আর্লি একটু সুইং করার চেষ্টা করি, ওদেরও ধৈর্যচ্যুতির চেষ্টা করতে হবে। এটা তো কোন সন্দেহই নাই ওদের পরিসংখ্যান অনেক ভাল। বিশ্বে ওরা অনেক বড় খেলোয়াড়। আমাদেরকে ধৈর্য রাখতে হবে। বিশেষ করে বোলিং বিভাগকে। ধারাবাহিক থাকতে হবে, ওদের ভুলের জন্য অপেক্ষা করতে হবে। যদি বলি ছিঁড়ে ফেলব ভাই, ফাটায়ে ফেলব এটা ভুল কথা হবে।’

দৈনিক অন্যধারা // আর.কে

- Advertisement -

আরো পড়ুুর