সুস্থ হয়ে উঠেছেন লিটন দাস

- Advertisement -
- Advertisement -

স্পোর্টস ডেস্ক 

বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়েও একটা সুসংবাদ পাওয়া গিয়েছে সমর্থকদের জন্য। লিটন দাস চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তিনি মাঠে নামবেন। খেলবেন গ্রুপ পর্ব পেরিয়ে আসা দলটির বিপক্ষে বাংলাদেশের জার্সি গায়ে।

এমনই সুসংবাদ দিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, লিটন এখন ঠিক আছে। আমাদের ডাক্তার ও ফিজিওরা যেই রিপোর্ট দিয়েছে তাতে বেশ ভালো অবস্থানেই আছেন লিটন দাস। আশাকরি, আগামীকালের মধ্যে পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

গত ত্রিদেশীয় সিরিজের চোট পান লিটন দাস। সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ইনিংসের শুরুর দিকেই চোটে পড়েন লিটন। তবে চোট নিয়েই খেলেন ৪২ বলে ৬৯ রানের নান্দনিক ইনিংস। তবে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে না নামায় শঙ্কিত হয়ে ওঠে ক্রিকেট ভক্তরা।

এর আগে এশিয়া কাপেও লিটনের সার্ভিস পায়নি দল। চোটে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন এই ওপেনার। তবে বিশ্বকাপে তাকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। আগামীকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামারও সম্ভাবনা আছে লিটন দাসের।

দৈনিক অন্যধারা/১৮-১০-২০২২ইং

- Advertisement -

আরো পড়ুুর