অন্যধারা ডেস্ক
আগামী সেপ্টেম্বর মাস থেকে দেশে আর কোনও লোডশেডিং থাকবে না বলে আশাবাদ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আমরা ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ দিয়েছি, তাহলে কেন লোডশেডিংয়ের মধ্যে থাকবো আমরা?’
মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।
‘দেশের পরিস্থিতি আগের চাইতে ক্রমান্বয়ে ভালো হচ্ছে’- দাবি করে মন্ত্রী বলেন, ‘অনেকে বলেছিলেন, দেশ শ্রীলঙ্কা হয়ে গেলো। ইনশাআল্লাহ শ্রীলঙ্কা হয়নি, দুই মাস হয়ে গেলো। রিজার্ভ কিছুটা নেমেছিল, এখন টেকসই অবস্থায়। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ঈদের পর অনেক রেমিট্যান্স পেয়েছি, ৩০ শতাংশ বেড়েছে। এক্সপোর্টের হাওয়া ভালো, এছাড়া রাজস্ব আদায়ও ভালো।’
ইউক্রেন-রাশিয়া পৃথিবীর চার ভাগের একভাগ খাদ্য উৎপাদন করে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘আমরা খাদে পড়বো না, বরং খাদ থেকে উঠবো। বিশ্ব মার্কেটে জ্বালানির দাম ধীরে ধীরে নামছে, আমরা দাম সমন্বয় করবো। ভয় কেটে যাবে আশা করছি। সমতল ধারায় ফিরে যাবে দেশের অর্থনীতি; এই বিশ্বাস আমাদের আছে।