অন্যধারা ডেস্ক:
দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সন্দেহজনক লেনদেনের ব্যাখ্যা দিতে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী নাসরিন রত্নাকে (সংসদ সদস্য) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ।
দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমানের দেওয়া এক তলবি নোটিশে আগামী ১০ জানুয়ারি তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে।
দুদকের ওই তলবি নোটিশ থেকে জানা যায়, ২০২১ সালের ১০ নভেম্বর রুহুল আমিন হাওলাদার তার অভিযোগ সংশ্লিষ্ট বক্তব্য প্রদানের জন্য দুই মাস সময় চেয়ে আবেদন করলে কমিশন তাকে দুই মাস সময় দেন। দুই মাস পর ২০২২ সালের ১০ জানুয়ারি তাদের কমিশনে উপস্থিত হয়ে অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাদের দুজনের নামে থাকা বিভিন্ন অ্যাকাউন্টে প্রায় ২০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়। এরই পরিপ্রেক্ষিতে দুদক গত বছরের আগস্টে প্রথমবার তাদের তলব করে। তখন তারা অজুহাত দেখিয়ে হাজির হননি এবং সময় চেয়ে আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মাস সময় দেওয়া হয়েছেল। দুই মাস পর দুদক দ্বিতীয়বারের মতো তাদের তলব করেছে।
দৈনিক অন্যধারা//আর এম