স্বাস্থ্যবিধি মেনে সবাইকে দ্রুত টিকা নেওয়ার আহবান প্রধানমন্ত্রীর

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৭ জানুয়ারি,২০২২) সন্ধ্যায়  আওয়ামী লীগ সরকারের তৃতীয় বর্ষ পূর্তি ও চতুর্থবর্ষে পদার্পণ উপলক্ষে  তিনি এমন কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের হাতে এখনো সাড়ে ৯ কোটিরও বেশি ডোজ টিকা মজুত আছে। এখন পুরোদমে কোভিড-১৯ টিকাকরণের কাজ চলছে। চলতি মাস থেকে গণটিকা প্রদানের মাধ্যমে প্রতিমাসে ১ কোটি  মানুষকে টিকার আওতায় আনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত ১২ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ডোজ টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন প্রায় ৭ কোটি ৫৮ লাখ মানুষ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার মানুষ।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর