হজ্জের টাকা বিলিয়ে দিলেন উত্তরার আলেয়া হিজরা

- Advertisement -
নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার
রবিবার (৯ এপ্রিল) সকাল ১১: ২০ মিনিটে নিজে উপস্থিত হয়ে ঢাকা বঙ্গবাজারের আগুনে  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করতে নিজের জমানো হজ্জ করার জন্য দুই লাখ টাকা নিজ ইচ্ছায় দিয়ে দিলেন উত্তরা এলাকার হিজড়াদের সরদারনি আলেয়া হিজড়া। তিনি অনেক কষ্ট করে সবার কাছে ঘুরে ঘুরে হজ্জের জন্য এই টাকাগুলো জমিয়েছেন। আলেয়া হিজরা আরো বলেন, ‘বঙ্গবাজারে ব্যবসায়ীদের মালামাল  আগুনে পুড়ে যাওয়া  খবরে আমি খুব কষ্ট পেয়েছি। একসময় আমি এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে টাকা সাহায্য নিয়েছি। আজ তাঁরা  সব হারিয়ে নিঃস্ব, আমি চেষ্টা করবো তাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য । তাই আমি আমার হজের জন্য জমানো টাকা থেকে দুই লাখ টাকা এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য  বঙ্গবাজার দোকান মালিক  সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া কাছে তুলে দিচ্ছি।তিনি সকল শ্রেনির মানুষকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহবান করেন এবং  তিনি প্রধানমন্ত্রী কে উদ্দেশ্য করে বলেন আমার সহযোগিতা করছি, আপনিও তাদের সহযোগিতা করবেন বলে আশা করি। উপস্থিত বঙ্গবাজার  দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া বলেন, ‘ এই বিপদের সময় আলেয়া হিজরা আমাদের  পাশে দাঁড়িয়ে অনেক বড় মনের পরিচয় দিয়েছেন। তাকে মূল্যায়ন করার মত ভাষা খুঁজে পাচ্ছি না । আজ হাজার হাজার মানুষ বেকার হয়ে রাস্তায় বসে আছে।  ব্যবসায়িরা ঋণের বোঝা মাথায় নিয়ে ভয়ে বেড়াচ্ছে। এই মুহূর্তে যে কারো সামান্য সহযোগিতাও আমাদের কাছে অনেক বড় পাওয়া।
দৈনিক অন্যধারা/এইচ
- Advertisement -

আরো পড়ুুর