হবিগঞ্জের মাধবপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার খড়কি গ্রামের সাহাব উদ্দিন (২৫) ও তার ছোট ভাই মনির উদ্দিন (২২) এবং বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের শফিক মিয়া (৫৫)। তারা সবাই কৃষিকাজ করতেন। এ ঘটনায় খলিল মিয়া নামের এক তরুণ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, সোমবার বিকেল থেকে মাধবপুর উপজেলা ও এর আশপাশে বৃষ্টি শুরু হয়। এ সময় উপজেলার খড়কি গ্রামে বাড়ির পাশের একটি জমিতে কাজ করছিলেন সাহাব উদ্দিন ও তার ছোট ভাই মনির উদ্দিন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ভাই গুরুতর আহত হন। পরে তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ফয়সল বলেন, জেলা প্রশাসকের কাছে মৃত ব্যক্তিদের তালিকা পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
অন্যধারা/১৩/০৮/২০২৪