বিনোদন ডেস্ক :
ছবি বিকৃতি করে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে, এমন অভিযোগ এনে প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। পুলিশের কাছে অভিযোগ জানানোর পর ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্চ অ্যাসোসিয়েশনেও (ইম্পা) অভিযোগ জানিয়েছেন তিনি।
শিবপুর নামের সিনেমার প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্বস্তিকা। ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত অভিনেত্রীর অভিযোগের ব্যাপারে জানায়, স্বস্তিকাকে সিনেমার জন্য প্রাথমিক কিছু টাকা দেয়া হয়েছিল। কিন্তু পরে মানসিকভাবে নিগ্রহ করা হতে থাকে তাকে। অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘শিবপুর’ সিনেমার শুটিং গত বছরের জুলাইয়ে শেষ হয়। আগামী মে মাসেই এর মুক্তির কথা ছিল। টালি তারকার অভিযোগ, তার ছবি বিকৃত করে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এ কারণেই পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি।
পিয়া সেনগুপ্ত জানান, স্বস্তিকার অভিযোগ পেয়েছেন তারা। এখন বিষয়টি নিয়ে আদালতে কোনো মামলা হয়েছে কিনা, সেটি দেখতে হবে। যদি মামলা হয় তাহলে বিচারাধীন হবে। সে ক্ষেত্রে ইম্পার কিছু করার থাকবে না। তবে আদালতে মামলা না হলে দুই পক্ষের বক্তব্য নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। আর পুরো বিষয়টি আর্টিস্ট ফোরামকেও জানানো উচিত বলে মনে করেন ইম্পা সভাপতি।
দৈনিক অন্যধারা / ০৩-০৪-২০২৩