১৪ বছরে বিএনপির কোনো নেতাকর্মী নির্যাতনের শিকার হয়নি: তোফায়েল

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক

ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগের গত ১৪ বছরে বিএনপির কোনো নেতাকর্মী নির্যাতনের শিকার হয়নি বলে তিনি জানান। বরং ২০০১ সালে বিএনপির হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।

মঙ্গলবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা পরিষদের অডিটোরিয়ামে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

২০২৩ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে সামনে রেখে ভোলার প্রতিটি ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ সদস্য।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লা নাজুসহ বক্তব্য রাখেন এবং আরো অনেকে।

দৈনিক অন্যধারা/ এইচ
- Advertisement -

আরো পড়ুুর