২০২৪ বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলতে টাইগারদের সামনে যা করণীয়

- Advertisement -
- Advertisement -

স্পোর্টস ডেস্ক 

সেমিফাইনালের দুয়ার থেকেই যেনো টাইগারদের ফিরে আসা!!!!

পাকিস্তানের কাছে হারের পর এখন প্রশ্ন উঠলো বাংলাদেশ কী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে? কিন্তু পয়েন্ট টেবিলের হিসেব বলছে না। কারণ ছয় দলের টেবিলে বাংলাদেশ পাঁচে। যেখান থেকে সরাসরি খেলার সুযোগ পাবে প্রথম চার দল। সবমিলিয়ে দুই গ্রুপের সেরা আট সরাসরি খেলবে বিশ্বকাপের মূল পর্বে।

তবে উপায় একটা আছে, সে হল র‌্যাংকিং। কারণ সামনের বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পাবে মোট ১২ দল। যেখানে এবারের পয়েন্ট টেবিলের সেরা আট। সাথে স্বাগতিক দুই দেশ ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্র। এই দশের পর বাকি থাকে ২। আর সেই দুইয়ে সরাসরি খেলার সুযোগ পেয়ে যাবে বাংলাদেশ আর আফগানিস্তান। তবে কথা আছে, ১৪ নভেম্বরর পর্যন্ত থাকতে হবে র‌্যাংকিংয়ের দশের মধ্যে। দশ থেকে ১১ হলেই সব গড়বড় হয়ে যাবে।

সেই হিসেবে ৯ নম্বরে থাকা বাংলাদেশের সরাসরি মূলপর্বে খেলা নিশ্চিতই বলা যায়। যদিও আইসিসির চূড়ান্ত ঘোষণা আসবে ১৪ নভেম্বর। সেখানেই জানানো হবে ২০২৪ বিশ্বকাপে সরাসরি খেলছে কারা।

দৈনিক অন্যধারা/০৭-১১-২০২২ইং

- Advertisement -

আরো পড়ুুর