বাংলাদেশ দলের মুমিনুল হক একের পর এক ইনিংসে ব্যর্থতার কবল থেকে ফিরে দাঁড়াতেই পারছেন না। চলতি ঢাকা টেস্টে প্রথম ইনিংসে করেছিলেন ৯ রান করেছিলেন অধিনায়ক। এবার তিনি ০ (শূণ্য) রানে আউট হলেন।
টানা সাত ইনিংসেই মুমিনুল হক দশের উপরে যেতে পারেননি। তার পরে মাহমুদুল হাসান জয়ও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ২৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসেই ১৪১ রানের ব্যবধানে লঙ্কানদের থেকে পিছিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ভালো রান করতে পারলে জেতা কঠিন হবে টাইগারদের জন্য। তাই তাদেরকে ভালো রান সংগ্রহ গড়তে হবে।
অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ১১ বল খেলে শূন্য রানেই আউট হয়েছেন। ষষ্ঠ ওভারে আসিথা ফার্নান্ডোর বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ হয়েছেন তামিম।
ডিফেন্ড করে রান নিতে গিয়ে জয়াবিক্রমের ননস্ট্রাইকে সরাসরি থ্রোতে রানআউট হন নাজমুল হোসেন শান্ত। নিজের ভুলেই তিনি ২ রান সংগ্রহ করে ফিরে যান।
ব্যাটিংয়ে আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এই জুটির দিতে ভরসা করে আছে বাংলাদেশ। ইনিংস জিততে হলে এখনো ১১৭ রান তুলতে হবে টাইগারদের।
এর আগে বাংলাদেশ ভীষণ বিপদে ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও দিনেশ চান্দিমালের জোড়া সেঞ্চুরিতে। দিনের প্রথম দুই সেশন নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছিলেন এ দুই অভিজ্ঞ লঙ্কান ব্যাটার। সেখান থেকে শেষ সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। লঙ্কানদের শেষ ৫ উইকেট তারা তুলে নিয়েছে মাত্র ৪০ রানে।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিয়েছেন ৫ উইকেট। যা তার ক্যারিয়ারের ১৯তম ফাইফার। দেশের মাটিতে নিজের সেরা বোলিং করা এবাদত হোসেনের শিকার চার উইকেট। শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৫০৬ রানে।
দৈনিক অন্যধারা/২৬ মে ২০২২/জ কা তা