৮৩ বছর বয়সে বাবা হলেন বিখ্যাত অভিনেতা আল পাচিনো

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক:

৮৩ বছর বয়সে চতুর্থবারের মতো বাবা হলেন বিখ্যাত হলিউড অভিনেতা আল পাচিনো। তার ২৯ বছর বয়সী বান্ধবী নুর আলফাল্লাহ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার পাচিনোর প্রচারক স্ট্যান রোজেনফিল্ড পিএ নিউজ এজেন্সিকে খবরটি নিশ্চিত করেছেন। অভিনেতা তার পুত্রের নাম রেখেছেন রোমান।

‘দ্য গডফাদার’ খ্যাত এই তারকার আগের বান্ধবী প্রবীণ অভিনেত্রী বেভারলি ডি’অ্যাঞ্জেলোর সঙ্গে ২২ বছর বয়সী যমজ সন্তান- আন্তন ও অলিভিয়া এবং অভিনয় প্রশিক্ষক জান ট্যারান্টের সঙ্গে জুলি মারি নামে ৩৩ বছর বয়সী এক কন্যা রয়েছে।

এদিকে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, পাচিনোর বর্তমান প্রেমিকা নুরের সঙ্গে তার বয়সের পার্থক্য ৫৪ হলেও তা বাধা হয়ে দাঁড়ায়নি তাদের সম্পর্কে। যদি বাবা হওয়ার খবর নাকি প্রথমে বিশ্বাসই করতে চাননি অভিনেতা। বান্ধবীর গর্ভে যে তারই সন্তান রয়েছে, তা নিশ্চিত হতে নাকি ডিএনএ পরীক্ষার জন্যেও বলেছিলেন। নিজের সন্তানসম্ভবা হওয়ার খবর নাকি ১১ সপ্তাহ পর্যন্ত পাচিনোকে জানাননি নুর।

পাচিনো হয়তো সেই খবর শুনে খুশি হবেন না, সেই আশঙ্কা থেকেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। চতুর্থ সন্তানের জন্য তিনি কখনও প্রস্তুত ছিলেন না ঠিকই, তবে তার মতে, ‘এটা খবর সুন্দর একটা অনুভূতি… আমার আরও সন্তান আছে, তবে ও স্পেশাল!’

ডি.ও // র হ খ

- Advertisement -

আরো পড়ুুর