অন্যধারা ডেস্ক:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম (৮ জানুয়ারি,২০২২) থেকে চট্টগ্রাম-সিলেট রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে । দেশের অভ্যন্তরীণ গন্তব্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি ও ক্রমবর্ধমান যাত্রী চাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
সপ্তাহের দুই দিন শনি ও বুধবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৫১১ ফ্লাইট বেলা সোয়া ১১টায় ছেড়ে দুপুর ১২টা ৩৫ মিনিটে সিলেট পৌঁছাবে। একই দিন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৫১২ ফ্লাইট দুপুর ১টায় ছেড়ে ২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীরা বিমানের যেকোনো সেলস অফিস, বলাকার প্রধান কার্যালয়ের সেলস সেন্টার (মোবাইল নম্বর ০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন+৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬), বিমানের কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে যোগাযোগ করে সহজেই টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।
সাপ্তাহিক অন্যধারা//আর এম