ধান কাটার মরসুম

- Advertisement -
- Advertisement -

ধান কাটার মরসুম

কনক কুমার প্রামানিক

হেমন্তের আগমনী বার্তা
বাংলার প্রতি ঘরে,
সোনার ধানে মাঠ ভরেছে
খুশি উপচে পড়ে।

আমন ধানের মিষ্টি ঘ্রাণে
মন সকলের ভরে,
কদিন পরেই নতুন ধান
আনবে তুলে ঘরে।

মাঠে মাঠে ব্যস্ত কৃষক
ধান কাটার কাজে,
হেমন্তের রুপের ছোঁয়াই
প্রকৃতি নব সাজে।

প্রতীক্ষা সব শেষ হয়েছে
ধান কাটার ক্ষনে,
নবান্নের রং লেগেছে
কৃষাণীর মনে।

কনক কুমার প্রামানিক
সহকারি শিক্ষক
নওগাঁ সদর, নওগাঁ

অন্যধারা/২১ নভেম্বর ২০২১/এমকেএ

- Advertisement -

আরো পড়ুুর