অন্যধারা ডেস্ক:
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, দুর্নীতি আর অনিয়ম করে অনৈতিক সুযোগ-সুবিধা পাবার আশায় তদবির করে প্রকল্প পরিচালক (পিডি) হবেন না।
রোববার (৩০ জানুয়ারি,২০২২) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এমন কথা বলেন।
সভায় জানানো হয়, ২০২১-২২ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পের সংখ্যা ৭১টি। মোট বরাদ্দ ২ হাজার ৯২৮ কোটি টাকা। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি হয়েছে প্রায় ৩২ শতাংশ, যা জাতীয় গড় অগ্রগতিরে চেয়ে ৮ শতাংশ বেশি। একই সময়ে জাতীয় গড় অগ্রগতি হয়েছে ২৪ শতাংশ ।
মন্ত্রী আরও বলেন, দেশে চালের সর্বোচ্চ উৎপাদন ও সরকারি মজুদ থাকার পরও দেশে চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। চাল আমাদের প্রধান খাদ্যশস্য। কাজেই আমাদেরকে যেকোনো মূল্যে চালের উৎপাদন বাড়াতে হবে। এজন্য আমাদেরকে দেশের হাওর, উপকূলসহ প্রতিকূল এলাকায় ধানের চাষ সম্প্রসারণ এবং নতুন উদ্ভাবিত উচ্চ উৎপাদনশীল জাতগুলোকে দ্রুত মাঠে নিয়ে যেতে হবে । এক্ষেত্রে বিজ্ঞানী, সম্প্রসারণকর্মীসহ সকল কর্মকর্তাকে মিলেমিশে কাজ করতে হবে। দেশের সকল আবাদী জমিকে চাষের আওতায় নিয়ে আসতে হবে।
সভায় উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রৌফ, মো. রুহুল আমিন তালুকদার, বলাই কৃষ্ণ হাজরা,কমলারঞ্জন দাশ, আব্দুল্লাহ সাজ্জাদ, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দৈনিক অন্যধারা//আর এম