সেনাবাহিনীর জীপ খাঁদে পড়ে একজন নিহত, তিনজন আহত

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক

বান্দরবা‌নের থান‌চির ২৮‌ কি‌লো‌মিটা‌রে পাহাড়ি ঢালু সড়ক পথ বেঁয়ে নামার সময় জীপ খাঁদে পড়ে এক সেনা সদস্য নিহত হ‌য়ে‌ছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেল সা‌ড়ে ৪টার দিকে থান‌চির আলীকদম সড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত সেন‌া সদ‌স্যের নাম শিমুল। আহত সেনা সদস্যরা হ‌লেন-‌ ফরহাদ, ইব্রা‌হিম ও ক‌বির। তারা সবাই আলীকদম ১৬ ইসিবি‌তে কর্মরত ছিলেন।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে আলীকদম থে‌কে নিজস্ব জী‌পে ক‌রে ১৬ ইসি‌বির ক‌য়েকজন সেনা সদস‌্য থান‌চি‌তে আসার প‌থে ২৮‌কি‌লো নামক স্থানে এসে চালক নিয়ন্ত্রণ হারায়।

এসময় জীপ‌টি পাহাড়ের ওপর থেকে খা‌দের নি‌চে মঘক হেডম‌্যান পাড়া‌র কা‌ছে এসে প‌ড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সেনা সদস্য শিমুল মারা যান। আহত তিনজনের  মধ্যে একজনের অবস্থা গুরুতর।

থান‌চি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় ব‌লেন, খবর পেয়ে সেনা সদস্যদের উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ আলীকদম সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দেয়া হ‌য়ে‌ছে বলে তিনি জানান।

দৈনিক অন্যধারা/ এইচ

- Advertisement -

আরো পড়ুুর