অন্যধারা ডেস্ক
বিএনপি আবারো ধরা খাবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময় ঘনিয়ে আসছে। বিএনপি আবারো ধরা খাবে। খেলা হবে, রাজপথে হবে, আন্দোলনে হবে, নির্বাচনে হবে, মোকাবিলা হবে। প্রস্তুত হন, খেলা হবে।
বুধবার (১৭ আগস্ট) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে আওয়ামী লীগের পায়ের তলায় নাকি মাটি নেই। এই যে জনতার ঢল, শেখ কামালের মাজারে, বঙ্গমাতার মাজারে, বঙ্গবন্ধুর মাজারে এই ঢল বিএনপি কোনোদিন দেখেনি তাদের চোখে পড়েনা। কী নিয়ে খেলবেন? গতবার মতো জগাখিচুড়ি জোট নিয়ে ধরা খেয়েছেন মির্জা ফখরুল সাহেব। বিএনপি এবারও ধরা খাবে বলে তিনি জানান।
জাতিসংঘ মানবাধিকার প্রধানের কাছে বিএনপি নালিশ করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘ মানবাধিকার প্রধানের কাছে গুম খুন নিয়ে মিথ্যা নালিশ করেছে বিএনপি। এসব মিথ্যা বলে দেশের সুনাম নষ্ট করেছে তারা।’
‘বিএনপির নাম হলো নালিশ পার্টি। তাদের কাজ হলো বিদেশিদের কাছে নালিশ করে দেশের সুনাম ক্ষুণ্ণ করা। ক্ষমতায় যেতে চান সেই ক্ষমতার ময়ূরসিংহাসন কত দূর? বিদেশিদের কাছে নালিশ করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ হয়েছে বহু আগে।’
বিএনপি ধান ভানে আর শিবের গীত গায় মন্তব্য করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘যে মানবাধিকারের কাছে নালিশ করেছেন তাদের তো বিচার করার কোনো ক্ষমতা নেই। ফখরুল সাহেবরা রাজনীতি করেন, এসব বিষয়ে জানতে হবে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছেন! আগুন সন্ত্রাস, আর বোমাবাজি করার দিন শেষ। এখন আর সুযোগ পাবেন না। কোন জায়গায় কি বলতে হয় তাও বুঝতে হবে।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না, শ্রীলঙ্কা হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের রিজার্ভ এখন ৪২ মিলিয়ন ডলার। আপনারা (বিএনপি) ভাবছেন দেশ শ্রীলঙ্কা হবে, আর সেই সুযোগে ক্ষমতায় আসবেন! দেশের মানুষ তা হতে দেবে না।
এই বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীদের শপথ নেওয়ার আহবান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদের দল হলো বিএনপি। তারা সুযোগ পেলেই আবার আগুন সন্ত্রাস করবে। আগুন সন্ত্রাস জঙ্গিবাদের দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে আগুন সন্ত্রাস জঙ্গিবাদকারীদের (বিএনপিকে) কোনো সুযোগ দেওয়া হবে না। তারা ক্ষমতায় এলে দেশকে আবারও জঙ্গিরাষ্ট্রে পরিণত করবে।
দৈনিক অন্যধারা/ এইচ