অমিতাভ বচ্চন ‘গুডবাই’-এর সহ-অভিনেতাদের প্রশংসা করে বলেন, ‘আমরা কখনো কাজ করে পুরোপুরি তৃপ্তি পাই না। নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছি কি না, সেটাই আসল বিষয়। তবে আমি মনে করি, কখনোই সন্তুষ্ট হওয়া উচিত নয়। এটি আরও শেখার পথ বন্ধ করে দেয়। প্রতিটি দিনই আমাদের শেখার সুযোগ আছে।’ মঞ্চে দাঁড়িয়ে থাকা রাশমিকা, সুনীল গ্রোভারের ইঙ্গিত করে তিনি বলেন, ‘ওরা সবাই প্রতিভাবান শিল্পী। শুটিংয়ের সময় ওদের কাছ থেকে প্রতিদিন কিছু না কিছু শিখেছি। আজকের প্রজন্মের কাজ দেখে বেশ অবাক লাগে। এরা প্রথম ছবিতেই এত ভালো কাজ করে। এটা করতে আমাদের ৫০ বছর লেগেছে, আমরা এখনো শিখছি। তাদের কাছ থেকে আমরা শিখতে পারি, এটা অনেক বড় পাওয়া।’
‘কুইন’খ্যাত বিকাশ বেহেল পরিচালিত ‘গুডবাই’-এর প্রযোজক একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স। ৭ অক্টোবর মুক্তি পাবে এই ছবিটি।