২৪-ঘন্টাই নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন সদস্য প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেন

- Advertisement -
- Advertisement -

 সৈয়দ মোকাররম হোসেন 

মাদারীপুর জেলা পরিষদের আসন্ন নির্বাচনে ৩নং ওয়ার্ড ডাসার উপজেলার সদস্য পদে (তালা) মার্কা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে চষে বেড়াচ্ছেন সদস্য প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেন। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ডাসার উপজেলার ৫টি ইউনিয়নের মোট ৬৫ ভোটারের মধ্যে ১জন মৃত্যুবরণ করায় ৬৪ জন ভোটার ভোট প্রদান করবেন। মাদারীপুর জেলার ৫ টি উপজেলার পাঁচজন সদস্য ছাড়াও দুইজন সংরক্ষিত মহিলা সদস্য উক্ত নির্বাচনে লড়বেন।

চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী বাদে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদন্দিতায় নির্বাচিতহন। আর এসবের মধ্যে সবচেয়ে আলোচিত ৩নং ওয়ার্ড অর্থ্যাৎ ডাসার উপজেলা সদস্য নির্বাচন নিয়ে সচেতন মহলে রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। কারণ এই উপজেলায় আরো তিনজন প্রার্থী রয়েছে মীর মামুনুর রশিদ (হাতী) মহসিন শিকদার (উট পাখি) বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার (টিউবওয়েল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাবেক যুবলীগের সহ-সভাপতি, কালকিনি উপজেলা ও সাবেক চেয়ারম্যান, ডাসার ইউনিয়ন পরিষদ, সৈয়দ বেলায়েত হোসেন উল্কার বেগে প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঃ লীগ নেতা মীর মামুনুর রশিদ। টানটান উত্তেজনা পূর্বক ডাসার উপজেলা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি চেয়ারম্যান। এবিষয়ে কথা হয় প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেনের সাথে তিনি বলেন,ডাসার উপজেলার মোট ৬৪ জন ভোটারের মধ্যে প্রায় ৪০-৪৫ জনেরও অধিক ভোটার আঃ লীগের সমর্থক।

“যেহেতু আমি সৈয়দ বেলায়েত হোসেন দলের সাথে কখনো বেঈমানী করি নাই, দলের সিদ্ধান্তের বাহিরে কখনো যাইওনি এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম সেহেতু এসব বিষয় নিয়ে ভোটাররা ভাববেন। আমার অতীত কর্মকান্ড মূল্যায়ন করলে আমার জেতা সুনিশ্চিত বলে দাবী করেনতিনি। তিনি আরো বলেন, শুধু নির্বাচন বলে নয় যখনই কেউ বিপদে পড়েছে, অর্থাভাবে চিকিৎসা নিতে অপারগ (এমন অনেক ইউপি সদস্য যাদের নাম আমি এ মুহূর্তে প্রকাশ করবো না) তাদেও সাহায্য সহযোগীতা করেছি। ভবিষ্যতেও দল ও অসহায়ের পাশে থেকে নিয়মিত সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান।

তিনি বলেন নির্বাচনে যাতে কালো টাকার ছড়াছড়ি না হয় এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে পরিবেশ বজায় রাখার উপর জোর দেন। একজন ভোটার, প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, অতি সাধারণ জীবন যাপনে অভ্যস্ত সৈয়দ বেলায়েত হোসেনের বিষয়ে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করবেন বলে মনে প্রাণে আমারা বিশ্বাসী ।

দৈনিক অন্যধারা/ এইচ

- Advertisement -

আরো পড়ুুর