ডাসারে গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার , হত্যা নাকি আত্মহত্যা !!!

- Advertisement -
- Advertisement -

সৈয়দ মোকাররম হোসেন

মাদারীপুরের ডাসারের নবগ্রামে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয় সুরেন বাড়ৈ (৬৫) এর মৃত্যূ দেহ। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনার হদিস মেলে। জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলাধীন নবগ্রামে ইউনিয়নের বেতগ্রাম এলাকার মৃত রাম জীবন বাড়ৈর ছেলে সুরেন বাড়ৈ, তার নিজ বসত ঘরের সামনের আঙ্গিনার সাথে কাঁঠাল গাছের ডালে পলেস্টারে কাপড় দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায় ।

আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৬ টায় বাড়ির পাশের সজল বাড়ৈ টিউবওয়েলে পানি নিতে এসে দেখতে পেয়ে আত্মচিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, সুরেন বাড়ৈ, কাঁঠাল গাছের সাথে গলায় ফাঁস দেয়া কিন্তু তার পা দুটো মাটিতে। মনে হয় সে কাঁঠাল গাছের নিচে কিছুটা হাঁটু ঘোচানো অবস্থায় দাড়িয়ে আছে। এ দৃশ্য দেখেতে পেয়ে, এলাকার বিভিন্ন মহল রহস্যজনক মৃত্যু মনে করছেন। গোপন সুত্রে জানাযায়, এই অপমৃত্যু পারিবারিক অন্তকোন্দলের কারণ ও হতে পারে । পারিবারিক কলহের কারণেই সুরেন এর পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিল না, সে বাড়িতে একাই বসবাস করত। ডাসার থানার এসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থানে গিয়ে লাশটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন। সুরেন এর মেয়ে মুক্তি বাড়ৈ বলেন, বাবা বাড়িতে একাই ছিল। সে আমাদের সাথে থাকতে চায় না বিধায় একা থাকে। এ ব্যাপারে ডাসার থানার এসআই ইব্রাহিম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করি। তবে লাশের পা দুটো মাটিতে ছিল।

দৈনিক অন্যধারা/0৮-১১-২০২২

- Advertisement -

আরো পড়ুুর