মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার সফল নেতৃত্বে কর্মীরা উজ্জ্বীবিত

- Advertisement -
- Advertisement -

বিশেষ প্রতিনিধি:

মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আফরোজা খান রিতা গত ২৮ শে নভেম্বর ২০২২ তারিখে বলেন, ঢাকার সমাবেশে যাতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ না যেতে পারে তার জন্যই সরকার পুলিশ দিয়ে মিথ্যা, কাল্পনিক, বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করছে। তিনি বজ্রকণ্ঠে বলেন, এ দেশবিরোধী ও জনবিচ্ছিন্ন সরকার কোনোভাবেই ঢাকার জনসমুদ্র ঠেকাতে পারবে না। এ দিকে শনিবার ২৬ শে নভেম্বর ২০২২ তারিখ রাতে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি সিএনজিতে আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশের দাবি বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ও সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় সিংগাইর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরকে আটক করে পুলিশ। বিএনপিকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ দাবি করলেও সংগ্রামী সভাপতি আফরোজা খান রিতা দীপ্তকণ্ঠে বলেন, ‘এটা পুলিশের সাজানো নাটক।

’ জেলা বিএনপির তুখোড় সভাপতি আফরোজা খান রিতা দৃঢ়চিত্তে কথা দেন, হেঁটে হলেও কমপক্ষে মানিকগঞ্জ থেকে ২০ হাজার নেতাকর্মী ঢাকার সমাবেশে যোগদান করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেয়া কথা ও ওয়াদা পূরণ করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির বিদূষী সভাপতি আফরোজা খান রিতা । বিএনপির রাজনৈতিক পাঠশালার মেধাবী ছাত্রী গণমানুষের অহংকার আফরোজা খান রিতা প্রটোকল অনুযায়ী ইচ্ছে করলেই ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশের মঞ্চে তিনি তার নির্দিষ্ট স্থানেই বসতে পারতেন কিন্তু সংগ্রামী নেত্রী ওয়াদা অনুযায়ী সমাবেশে সকল ইউনিটের নেতাকর্মীদের সাথে নিয়ে সমাবেশের মাঠে অবস্থান করেন।

এমনকি তিনি প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মী সাথে নিয়ে সকাল ৬টা থেকে সমাবেশ শেষ হওয়ার আগ পর্যন্ত লাখো লাখো মুক্তিকামী বিপ্লবীদের সঙ্গে গনসমাবেশের মাঠে অবস্থান করেছেন। সংগ্রামী সভাপতি আফরোজা খান রিতা মিছিলের অগ্রভাগে থেকে অকুতোভয় যোদ্ধার মত নেতৃত্ব দিয়েছেন, স্লোগানে শ্লোগানে মুখরিত করেছেন কমলাপুর থেকে গোলাপবাগের রাজপথ।

তার মুখে বারবার উচ্চারিত হয়েছে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নাম, সেই সাথে স্লোগান দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির । সমাবেশের পথে মানিকগঞ্জ থেকে আসা বিপ্লবী নেতাকর্মীরা আপ্লুত কণ্ঠে বলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি হিসেবে বিদূষী নেত্রী আফরোজা খান রিতাকে পেয়ে আজ মানিকগঞ্জবাসী ধন্য! ধন্য বিএনপি! ধন্য জিয়া পরিবার! এই বৈরী সময়ে- ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশে যাওয়ার পথে যে সকল নেতাকর্মী পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল তাদেরকে সব ধরনের আইনি সহযোগিতা ও নেতাকর্মীদের পাশে থেকে সাহস সঞ্চার করছেন আফরোজা খান রিতা ।

দৈনিক অন্যধারা // এইচ

- Advertisement -

আরো পড়ুুর