প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে  মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি  গত ০৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় চৌদ্দহাজারী ভুবন রাজবংশীর বাড়িতে চিতলমারী তথ্য আপাঃ কর্তৃক আয়োজিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা। উক্ত বৈঠকে বাল্য বিবাহ,মাদক,নিপা ভাইরাস ও অসামাজিক কার্যকলাপের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এসময়  আরো উপস্থিত ছিলেন, তথ্য সেবা কর্মকর্তা মুর্শিদা আক্তার, প্রভাষ চন্দ্র মন্ডল শাখা ব্যাবস্থাপক, সিনিয়র অফিসার, পল্লী সঙ্চয় ব্যাংক, বিউটি পাইক ও মীতা রানী মন্ডল তথ্য সেবা সহকারী,অত্র এলাকার মহিলা বৃন্দ, সুধীজন।

দৈনিক অন্যধারা // এইচ

- Advertisement -

আরো পড়ুুর