অন্যধারা ডেক্স :
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম জানায়, বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ গ্যাস-বিদ্যুতের দাম বেড়েই যাচ্ছে। গত মঙ্গলবার আবারও বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে। গণবিরোধী এ সরকার গত দুই মাসে বিদ্যুতের দাম তিন বার বাড়িয়েছে। সরকারের ব্যর্থতা, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা কারণে এমনিতেই জনগণ চরম দুর্ভোগে রয়েছে।
আজ (০২ মার্চ, বৃহস্পতিবার) বিকেলে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে কদমতলী মোড়ে সদরঘাট থানা ও সুপারিওয়ালা পাড়ায় ডবলমুরিং থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোয় অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। কলকারখানার উৎপাদন ব্যয় বেড়েছে। মানুষের জীবনযাত্রার ওপর চাপ পড়ছে। দুর্নীতির ব্যয় মেটাতেই এখন জনগণের পকেট থেকে টাকা কেটে নিচ্ছে সরকার। বিদ্যুৎ সেক্টরে সরকারের দুর্নীতির মাশুল দিতে হচ্ছে জনগণকে। প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল গতকাল ঘোষণা করার চার ঘণ্টার মধ্যে আবার স্থগিত করা হলো। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ সন্ত্রাসীদের অত্যাচার-নির্যাতনে আজ মেয়েরাও নিরাপদ নয়। সেখানে ভয়াবহ নির্যাতনের বিষয়ে হাইকোর্ট বলেছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সব বিশ্ববিদ্যালয়, কলেজে একই অবস্থা। সরকারের ব্যর্থতার কারণে গোটা শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর জানায়, সরকারের ভুল নীতির ফলে দেশের অর্থনীতিতে এবং জনজীবনে তীব্র সংকট চলছে। চাল, ডাল, তেল, চিনিসহ সব দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। জনগণের জীবনযাত্রার ব্যয় লাগামহীন বৃদ্ধি পাচ্ছে। মানুষ কাজ হারিয়ে বেকার হচ্ছে। এ সময় ডবলমুরিং থানা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. সেকান্দর, সদরঘাট থানা বিএনপির সভাপতি হাজী মো. সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক অন্যধারা / ০২-০৩-২০২৩