প্রশংসিত অনিন্দিতা অনি

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক :

ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে গত ২৮ মার্চ মুক্তি পেল তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী অনিন্দিতা অনি অভিনীত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘উধাও’। নির্মাতা রাকায়েত রাব্বি পরিচালিত এ সিনেমার মাধ্যমে অভিষেক হলো অনির। উধা মুক্তির পর বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছেন এ অভিনেত্রী। দর্শকমহলে সাড়া ফেলেছে তার হনুফা চরিত্র । এ নিয়ে অবশ্য উচ্ছ্বসিত অনি। বলেন, গল্পনির্ভর এমন চরিত্রে কাজ করতে পেরে ভালো লাগছে। আমরা টাঙ্গাইল ও ময়মনসিংহ এলাকায় শুটিং করেছি। এ জায়গার গল্প নিয়ে সাজানো হয়েছে এই সিনেমার গল্প।

সম্প্রতি এ অভিনেত্রী কলকাতার দুটি কাজ সম্পন্ন করেছেন। কবি রজত শুভ্রর পোয়েট্রি ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া উৎপলের পরিচালনায় মামুনুর রশীদের বিপরীতেও একটি সিনেমার কাজ শেষ করেছেন। তার অভিনীত কলকাতার দুটিসহ মোট তিনটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। অনি মডেল ও অভিনেত্রী হলেও আবৃত্তিতেও সক্রিয়। মাঝে মাঝেই বিভিন্ন আবৃত্তি অনুষ্ঠানে দেখা যায় তাকে। শুরুটা আবৃতি শিল্পের মাধ্যমেই। এরপর নাটক, বিজ্ঞাপন, মডেলিং এবং পরে সিনেমায় কাজ শুরু করেন অনি।

দৈনিক অন্যধারা / ০৩-০৪-২০২৩

- Advertisement -

আরো পড়ুুর