বন থেকে পালিয়ে গ্রামে ঢুকল চিতা

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক :

কুনো জাতীয় উদ্যান থেকে পালিয়ে গ্রামে ঢুকে পড়েছে নামিবিয়া থেকে আনা একটি চিতা। লোকালয়ে ঢুকে পড়ায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটে।  বন দপ্তর সূত্র জানান, কুনো জাতীয় উদ্যান থেকে ২০ কিলোমিটার দূরের গ্রাম বিজয়পুরের ঝাড় বরোদা গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসীরা চিতাটিকে দেখতে পেয়েই বন দপ্তর খবর দেন। তড়িঘড়ি বন দপ্তরের একটি দল চিতাটিকে উদ্ধারের জন্য গ্রামে পৌঁছায়।

জেলা বন কর্মকর্তা (ডিএফও) জানায়, গ্রামে একটি দল মোতায়েন করা হয়েছে। চিতাটিকে ধরার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে।” চিতাটি কোথায়, সেটির হদিস না মেলায় আতঙ্ক বেড়েছে গ্রামবাসীদের মধ্যে। নামিবিয়া থেকে যে ২০টি চিতা আনা হয়েছিল, তাদের মধ্যে শাসা নামে একটি স্ত্রী চিতার গত মাসে মৃত্যু হয়েছে অসুস্থতার কারণে। এ বার কুনো থেকে আরও একটি চিতা পালিয়ে যাওয়ায় বন দপ্তর বেশ অস্বস্তিতে পড়েছে। যে চিতাটি পালিয়েছে, সেটির নাম ওবান।

গ্রামবাসী জানায়, চিতাটি গ্রামের দুটি গরু শিকার করেছে। বিকাল ৫টা পর্যন্ত গ্রামের বেশিরভাগ বাসিন্দাই আতংকে নিজেদের ঘরবন্দী করে রেখেছিলেন, অনেকে আবার ঘর থেকে চিতাটিকে ছাদে রাখা তাদের পশুপাখি শিকার করতে দেখেন। তবে গ্রামবাসীরা থেকেছে একেবারে অক্ষত। শীর্ষস্তরের এক বনাধিকারিক জসবীর সিংহ চৌহান এক সংবাদমাধ্যমকে বলেন, চিতার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের কর্মীরা চিতাটিকে খুব শীঘ্রই ধরে ফেলবেন।

গত বছরের সেপ্টেম্বরে ভারতে প্রথম দফায় ৮টি চিতাকে নামিবিয়া থেকে আনা হয়েছিল। দ্বিতীয় দফায় এ বছরের ফেব্রুয়ারিতে আরও ১২টি চিতা নিয়ে আসা হয় দক্ষিণ আফ্রিকা থেকে।

দৈনিক অন্যধারা / ০৩-০৪-২০২৩

- Advertisement -

আরো পড়ুুর