অন্যধারা ডেস্ক :
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০ টি ইউনিট। এরই মধ্যে সেখানে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর এবং ৩টি হেলিকপ্টার। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের এনেক্স মার্কেটের পাশের টিনশেড মার্কেটটিতে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফলে বঙ্গবাজারের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যানজট ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী এলাকায়। বন্ধ হয়ে গেছে বঙ্গবাজার-গুলিস্তান, হানিফ ফ্লাইওভারের চাঁনখারপুল অভিমুখী লেন ও বঙ্গবাজার থেকে শিক্ষাভবন অভিমুখী সড়ক। যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসমুখী মানুষ।
সরেজমিনে দেখা গেছে, ফুলবাড়িয়া এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারে উৎসবমুখর মানুষের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। যানজট ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী হাইকোর্ট মোড়, মৎস্যভবন, পল্টন, গুলিস্তান মোড় পর্যন্ত। এসব রুটে চলাচলকারী ঠিকানা পরিবহন, মৌমিতা পরিবহনসহ একাধিক পরিবহন রুট পরিবর্তন করে চলাচল করছে। সড়কে সচিবালয়গামী প্রাইভেটকারের আধিক্য দেখা গেছে।
অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসা অ্যাম্বুলেন্সগুলো গুলিস্তান দিয়ে হাইকোর্ট মোড় হয়ে চলাচল করতে দেখা গেছে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে বঙ্গমার্কেটের দোকানদাররা ঘটনাস্থলে ছুটে এসেছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
খ.র