তাদের এই দুঃসময়ে আসুন আমরা পাশে থাকি: জয়া

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক :

রাজধানীর বঙ্গবাজার মার্কেটের আগুন দীর্ঘ প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন বেলা ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মোট ৫০ ইউনিট ও সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মাঝে মার্কেটের প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে যায়। এতে ঈদের আগে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন ব্যবসায়ীরা।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের সাধারণ মানুষের মতোই ব্যথিত হয়েছেন তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রকাশ করেছেন তাদের অনুভূতি। তেমনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহবান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

এদিন রাত সোয়া ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিনেত্রী লেখেন, ‘বঙ্গ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এই চরম বিপদে আমি সমব্যথী। পবিত্র ঈদের আগে অসংখ্য মানুষের জীবন ও জীবিকা বিষয়ে এই যে চূড়ান্ত আঘাত নেমে এলো, এর কোনো ক্ষতিপূরণ হয় না সত্যিই। তাদের এই দুঃসময়ে আসুন আমরা পাশে থাকি, সহযোগিতার হাত বাড়াই।’

এই আগে এই আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভুভূতি প্রকাশ করেছেন, শাকিব খান, মেহজাবীন, সাবিনা নূরসহ অনেক তারকা।

 

খ.র

- Advertisement -

আরো পড়ুুর