নির্বাচন থেকে না সরার অঙ্গীকার ট্রাম্পের

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ সালে। এই নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা আগেই দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্প্রতি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার পর ট্রাম্পের প্রার্থিতা নিয়ে শঙ্কা তৈরি হয়। এবার তা উড়িয়ে দিয়ে ট্রাম্প জানান, প্রেসিডেন্ট নির্বাচন থেকে তিনি সরে দাঁড়াবেন না। রিপাবলিক পার্টির এই ধনকুবের ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, কোনো বাধাই তাকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে পারবে না। এমনকি দণ্ডিত হলেও।

ট্রাম্প জানায়, আমি কখনোই সরবো না। কারণ এটা আমার বিষয় নয়। গত সপ্তাহে আদালতে মুখোমুখি হওয়ার পর এটাই ছিল ট্রাম্পের প্রথম সাক্ষাৎকার। তাছাড়া ২০২৪ সালে বর্তমান ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থী হবেন কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তবে তা বয়সজনিত কারণে নয় বলে মনে করেন তিনি। এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুস দেওয়ার মামলায় আত্মসমর্পণের জন্য নিউইয়র্কে পৌঁছান ট্রাম্প। সেখানে প্রথমে গ্রেফতার দেখানো হয়েছিল তাকে।

জানা যায়, সাবেক পর্নো তারকার মামলায় আসামি হয়ে যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস গড়েছেন ট্রাম্প। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক বা বর্তমান প্রেসিডেন্ট ফৌজদারি মামলার আসামি হয়েছেন। তবে সাবেক প্রেসিডেন্ট বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এই মামলাকে রাজনৈতিক নিপীড়ন বলে অভিহিত করেছেন এবং অ্যাটর্নি ব্র্যাগকে ‘কলঙ্ক’ বলে আক্রমণ করেছেন। ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছেন, এই সিদ্ধান্ত ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদেরই ক্ষতি করবে।

দৈনিক অন্যধারা / ১২-০৪-২০২৩

- Advertisement -

আরো পড়ুুর