নিজ বাসা থেকে অভিনেত্রীর ইয়াল মরদেহ উদ্ধার

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক :

দক্ষিণ কোরিয়ার মডেল ও অভিনেত্রী ইয়াং চাই-ইয়াল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর। স্টার নিউজ অনুসারে, গতকাল (১১ এপ্রিল, মঙ্গলবার) অভিনেত্রীকে তার বাড়িতে মৃত পাওয়া গেছে। কিন্তু সেসময় মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। অভিনেত্রীর এজেন্সি ম্যানেজমেন্ট এস তার মৃত্যুর পরে একটি বিবৃতি প্রকাশ করে জানান, আমরা এখানে হৃদয়বিদারক খবর দিতে এসেছি। অভিনেত্রী ইয়াং চাই-ইয়াল আমাদের ছেড়ে চলে গেছেন, তার অন্ত্যেষ্টিক্রিয়া তার পরিবারের ইচ্ছা অনুযায়ী একান্তে অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, আপনারা মৃতের জন্য প্রার্থনা করবেন যাতে তিনি শান্তিতে থাকতে পারেন।

এজেন্সির সিইও লি সু-হেইং জানায়, আমাদের চাই-ইয়াল খুব পরিশ্রমী ছিলেন। তিনি একজন গভীর ও শান্ত হৃদয়ের বন্ধু ছিলেন। একজন অভিনেত্রী হিসেবে তিনি কতটা আশ্চর্যজনক ছিলেন তা ভাষায় বর্ণনা করা কঠিন।২০১৬ সালে টিভি শো ডেভিলস রানওয়ে দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন ইয়াং চাই-ইয়াল। এরপর ২০১৮ সালের চলচ্চিত্র ‘ডিপ’, ২০২০ সালের কে-ড্রামা ‘জম্বি ডিটেকটিভ’ এবং ২০২২ সালের আই হ্যাভ নট ডান মাই বেস্ট ইয়েট এর জন্য ব্যাপকভাবে পরিচিতি পান। মৃত্যুর আগে তিনি তার আসন্ন নাটক ‘ওয়েডিং ইম্পসিবল এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলে জানা যায়।

দৈনিক অন্যধারা / ১২-০৪-২০২৩

- Advertisement -

আরো পড়ুুর