অন্যধারা ডেস্ক :
মুক্তির আগে থেকেই বিতর্কে বলিউড সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। ইতোমধ্যে বক্স অফিসে ২০০ কোটি রুপি ছাড়ালেও সমস্যা পিছু ছাড়ছে না সুদীপ্ত সেন পরিচালিত এই সিনেমাটি নিয়ে।
এতদিন নিজ দেশ ভারতের মাটিতে প্রতিবাদের মুখে পড়ার পর এবার বিদেশেও বিপাকে ‘দ্য কেরালা স্টোরি’। এ সিনেমা প্রদর্শনের জন্য মরিশাসে হুমকি চিঠি পেলেন এক প্রেক্ষাগৃহের মালিক।
প্রেক্ষাগৃহের নাম করে চিঠিতে বলা আছে, ‘বোমা পোঁতা আছে, সিনেমা হল উড়িয়ে দেব!’ আরও লেখা, ‘‘দ্য কেরালা স্টোরি’ দেখালে অচিরেই ধুলোয় মিশে যাবে সিনেমাহল।’
প্রেক্ষাগৃহের মালিক এ কথা জানানোর পর সিনেমা হলে নিরাপত্তা বাড়ানোর বন্দোবস্ত করেছেন প্রযোজক বিপুল শাহ। আতঙ্কের প্রহর কাটছে প্রেক্ষাগৃহে। যদিও পরিচালক সুদীপ্ত এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
প্রযোজক বিপুল শাহ এবং সেই হল মালিকের সন্দেহ, আইসিস জঙ্গিদের সমর্থকরাই এ ধরনের হুমকি পাঠাচ্ছে।
এর আগে হুমকি পেয়েছেন সিনেমাটির প্রধান চরিত্র কাজ করা অভিনেত্রী আদা শর্মাও। বিভিন্ন রাজ্য, এমনকি, দেশের বাইরে থেকেও ফোন পেয়েছেন তিনি। ইতিমধ্যে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারও করেছে।
এদিকে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, জোর করে কেরালার হিন্দি ও খ্রিস্টান মেয়েদের ইসলামে ধর্মান্তকরণ এবং আইসিসে যোগদান করানোর প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি। বলা হচ্ছে, ২০১৬ সালে উত্তর কেরালার ২১ জন মেয়ের গায়েব হওয়ার বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘দ্য কেরালা স্টোরি’র গল্প সাজিয়েছেন পরিচালক সুদীপ্ত সেন।
এই সিনেমার ট্রেইলারে তথ্যগত ভুলভ্রান্তি রয়েছে বলে দাবি- কেরালার একাধিক রাজনৈতিক দলের। কেরালা কীভাবে সন্ত্রাসবাদীদের ‘সেফ হেভেন’ হয়ে উঠেছে তা উঠে এসেছে এই সিনেমায়। যা ঘিরেই বিতর্ক।
ডি.ও // র হ খ